বাইজিদ আহাম্মেদ : বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে পালিত হয়েছে জাতীয় শিশু কন্যা দিবস।
আজ ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে পলাশ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ,এবং সমিতির অনুদানের চেক বিতরণ ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মধ্যে পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসাবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপস্থিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শর্মিলা সাঈদ মৌরী প্রমুখ।
Facebook Comments Box