ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি স্কুল ভবনের মাটির নিচ থেকে ৬৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার শিবপুর ইউপির কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন স্কুল ভবন ভেঙে মাটি তোলার সময় গুলিগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউপির কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। নতুন ভবন নির্মাণের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি তোলার সময় স্থানীয় লোকজন গুলি দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে তারা।
শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ কামাল জানান, স্থানীয় লোকজন গুলি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬৮ রাউন্ড এলএমজি গুলি উদ্ধার করে। স্বাধীনতা যুদ্ধের সময় এখানে মুক্তিযোদ্ধাদের আস্তানা ছিল। ধারণা করা হচ্ছে, তখনই এখানে গুলিগুলো মাটি চাপা দিয়ে রেখেছিলেন তারা।