বরগুনায় বুড়ীশ্বর নদীতে ধরা পড়েছে পিঠে ‘স্যাটেলাইট’ লাগানো বাক্সবন্দী একটি বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে বরগুনা জেলা বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে।
এর আগে, শনিবার বিকেলে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাসুকি গ্রাম সংলগ্ন বুড়ীশ্বর নদীতে রাব্বী ও পারভেজের জালে আটকা পড়ে কচ্ছপটি। বাক্সটি প্লাস্টিকের টেপ দিয়ে পেঁচানো ছিল। উৎসুক গ্রামবাসী খবর পেয়ে বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে ভিড় জমায়।
বন বিভাগের বরগুনার রেইঞ্জার মতিয়ার রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, কচ্ছপটি আটকের খবর সাবেক ইউপি সদস্য খোকন মিয়া আমাদের জানান। তাৎক্ষণিক বন বিভাগ কচ্ছপটি হেফাজতে নিয়ে আসে। রবিবার সকালে এটিকে বাগেরহাট সুন্দরবন পূর্ব অঞ্চলের নিকট হস্তান্তর করা হবে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য খোকন মিয়া বলেন, এমন কচ্ছপ আগে দেখিনি। বিকেলে জালে বিরল প্রজাতির এই কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে আমি গিয়ে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগে খবর দেই। পরে সন্ধ্যায় তারা এসে কচ্ছপটি নিয়ে গেছে।
স্থানীয়রা ধারণা করছেন, উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন প্রায় ৭-৮ কেজি হবে। বয়স প্রায় ২৫ থেকে ৩০ বছর। কচ্ছপটির পিঠে লাগানো স্যাটেলাইট সম্পর্কে কেউ কিছু বলতে পারছেন না।