দেশে ফিরলেন তাসকিন-শরিফুল

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে পর এখন চলছে টেস্ট সিরিজ। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে আগামী শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এর আগে দেশে ফিরে আসলেন দুই টাইগার পেসার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় নামেন এই দুই ক্রিকেটার।

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের কোনো নজির ছিল না বাংলাদেশ দলের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। পরের ম্যাচে হারলে সিরিজ সমতায় ফেরে প্রোটিয়ারা। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতে বাংলাদেশ।

 

এই দুই জয়ের বড় ভূমিকা ছিল তাসকিন ও শরিফুলের। শেষ ম্যাচে সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি সিরিজ সেরা ক্রিকেটারও নির্বাচিত হন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা ক্রিকেটার ও সিরিজ সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

 

এরপর প্রথম টেস্ট ম্যাচেও একাদশে ছিলেন তাসকিন আহমেদ। অবশ্য দলে জায়গা হয়নি শরিফুলের। টেস্ট সিরিজ শুরুর আগে অনুশীলনে গোড়ালিতে চোট পেয়ে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি শরিফুল। একই কারণে দ্বিতীয় ও শেষ ম্যাচটিও খেলা হবে না তার।

 

এদিকে দ্বিতীয় টেস্টে তাসকিনের অনুপস্থিতির কারণে পরিষ্কার। প্রথম ইনিংসে ঠিকঠাক থাকলেও দ্বিতীয় ইনিংসে চোট নিয়েই বল করেন তিনি। তাই দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে রাখা হবে না। মূলত সেজন্যই চলে এসেছেন দেশে।

 

তাসকিন সম্পর্কে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘তাসকিন প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবে। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবে সে। শরিফুলও তার সঙ্গে ফিরবে। তাদের ফেরায় কোনো বড় সমস্যা হবে না। ওখানে রাহী এবং শহিদুল রয়েছে। তারা খেলার জন্য বিবেচিত হবে।

 

আর শরিফুল সম্পর্কে বলেন, ‘২৯ মার্চ অনুশীলনের সময় বাম পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন শরিফুল। তার লিগামেন্টে গ্রেড-১ টিয়ার ধরা পড়েছে। তিনি ইতোমধ্যে তার পুনর্বাসন শুরু করেছেন এবং সম্ভবত এই মাসের শেষের দিকে অনুশীলন শুরু করবেন।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অভিনেতাকে নিয়ে আনুশকা-প্রিয়াঙ্কার তর্কাতর্কি

» কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের

» দুপুর ১টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের আভাস

» পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ

» আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ থাকবে

» দেশে বিপজ্জনক শক্তির উত্থান ঘটছে: রিজভী

» লোক দেখানো নয়, ফাঁসিই হবে খুনি হাসিনার শেষ গন্তব্য: সারজিস আলম

» তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: বাবর

» নুরকে দেখতে গেলেন আইন উপদেষ্টা

» নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন ফখরুল-আব্বাসসহ ৭০ জন

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশে ফিরলেন তাসকিন-শরিফুল

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে পর এখন চলছে টেস্ট সিরিজ। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে আগামী শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এর আগে দেশে ফিরে আসলেন দুই টাইগার পেসার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় নামেন এই দুই ক্রিকেটার।

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের কোনো নজির ছিল না বাংলাদেশ দলের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। পরের ম্যাচে হারলে সিরিজ সমতায় ফেরে প্রোটিয়ারা। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতে বাংলাদেশ।

 

এই দুই জয়ের বড় ভূমিকা ছিল তাসকিন ও শরিফুলের। শেষ ম্যাচে সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি সিরিজ সেরা ক্রিকেটারও নির্বাচিত হন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা ক্রিকেটার ও সিরিজ সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

 

এরপর প্রথম টেস্ট ম্যাচেও একাদশে ছিলেন তাসকিন আহমেদ। অবশ্য দলে জায়গা হয়নি শরিফুলের। টেস্ট সিরিজ শুরুর আগে অনুশীলনে গোড়ালিতে চোট পেয়ে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি শরিফুল। একই কারণে দ্বিতীয় ও শেষ ম্যাচটিও খেলা হবে না তার।

 

এদিকে দ্বিতীয় টেস্টে তাসকিনের অনুপস্থিতির কারণে পরিষ্কার। প্রথম ইনিংসে ঠিকঠাক থাকলেও দ্বিতীয় ইনিংসে চোট নিয়েই বল করেন তিনি। তাই দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে রাখা হবে না। মূলত সেজন্যই চলে এসেছেন দেশে।

 

তাসকিন সম্পর্কে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘তাসকিন প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবে। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবে সে। শরিফুলও তার সঙ্গে ফিরবে। তাদের ফেরায় কোনো বড় সমস্যা হবে না। ওখানে রাহী এবং শহিদুল রয়েছে। তারা খেলার জন্য বিবেচিত হবে।

 

আর শরিফুল সম্পর্কে বলেন, ‘২৯ মার্চ অনুশীলনের সময় বাম পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন শরিফুল। তার লিগামেন্টে গ্রেড-১ টিয়ার ধরা পড়েছে। তিনি ইতোমধ্যে তার পুনর্বাসন শুরু করেছেন এবং সম্ভবত এই মাসের শেষের দিকে অনুশীলন শুরু করবেন।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com