বেশ কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। মানসিকভাবে ক্লান্তি ছিল অনেক দিন ধরে। তবুও খেলতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে গিয়ে পরিবারের কয়েকজন সদস্যের অসুস্থতার খবর পান। তবুও ওয়ানডে সিরিজ শেষ করার আগে দেশের বিমান ধরেননি। প্রথম ওয়ানডের পর তার ফেরার কথা থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুরো সিরিজ শেষ করেই দেশের বিমানে উঠেছেন তিনি। তবে ঢাকায় এসে পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি ফের দক্ষিণ আফ্রিকায় যাবেন টেস্ট সিরিজ খেলতে।
বিসিবির মিডিয়া কমিটি প্রধান তানভীর আহমেদ টিটু এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আপনারা সবাই জানেন এটা মেডিকেল কন্ডিশন। এজন্য কেউ আগে থেকে কিছু বলতেও পারছে না। যদি সব কিছু ঠিক থাকে, সাকিব বলেছে সে ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবে। যদি সম্ভব হয় তার পক্ষে তাহলে সে প্রথম টেস্টে দলের সঙ্গে থাকবে। তারপরও যদি না হয় তাহলে দ্বিতীয় টেস্টের জন্য চেষ্টা করবে। আমি যেই মেসেজটা দিতে চাচ্ছি, সাকিব খুব করে চেষ্টা করছে টেস্ট সিরিজটাও খেলার।
তানভীর আহমেদ টিটু আরও জানান, দেশের প্রতি দায়বদ্ধতার কারণেই সাকিব ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরছেন। তার উপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের ম্যাচের উইনিং শটটাও এসেছে সাকিবের ব্যাট থেকে। ক্রিকেটার প্রতি এখনও সাকিবের আগ্রহ আছে। সে খেলতে চায়। আমরা সিরিজ জয় লাভ করলাম তাকে নিয়ে। টেস্টেও আমরা চাচ্ছি জয়লাভ করার জন্য। এজন্য সাকিব ফিরে এসে খেলতে আগ্রহী যদি সবকিছু ঠিক থাকে।