দেশে তৈরি বিপিএল ট্রফির মূল্য শুনলে অবাক হবেন

কালো ডায়াসের ওপর সোনালি ট্রফি। সূর্যের আলোয় ট্রফিটা আরো চিকচিক করছিল। সোনালি ও কালো রঙের রিবন ফিতা মোড়ানো ট্রফিটাই এবার বঙ্গবন্ধু বিপিএলের পুরস্কার। 

 

মিরপুরের সবুজ গালিচায় আকর্ষণীয় ট্রফির পেছনে এসেই দাঁড়ালেন কাজী নুরুল হাসান সোহান। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের পেটে পীড়া থাকায় অফিসিয়াল ফটোসেশনে অনুপস্থিত। তার জায়গায় এসেছেন সহ অধিনায়ক সোহান। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল ঠিকই হাজির ছিলেন আনুষ্ঠানিক প্রক্রিয়ায়।

 

কোভিডের কারণে এবার বিপিএলের ট্রফি দেশে বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । এর ফলে খরচ অর্ধেকেরও কমে নেমে এসেছে। বিসিবি সূত্রে জানা গেল, বিপিএল চ্যাম্পিয়ন দলের ট্রফি বানাতে খরচ হয়েছে সাড়ে চার লাখ টাকা। এবারই প্রথম দেশে বিপিএলের ট্রফি বানিয়েছে বিসিবি।

 

লন্ডনের বিখ্যাত ইংকারম্যান কোম্পানি বিপিএলের ট্রফি নিয়মিত তৈরি করে আসছিল। এই কোম্পানিটি ইংলিশ লিগের শিরোপাও প্রস্তুত করে। গতবারও এই কোম্পানি ট্রফি বানিয়েছিল। ট্রফি তৈরি, দেশে আনা, ট্যাক্সসহ মোট খরচ হয় প্রায় ২০ লাখ টাকা।

 

এবার স্থানীয় কোম্পানিকে দায়িত্ব দিয়ে ট্রফি প্রস্তুত করেছে বিসিবি। বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘এবার সাড়ে চার লাখ টাকায় বিপিএলের ট্রফি তৈরি করেছি। কোভিডের কারণেই মূলত দেশে ট্রফি তৈরির সিদ্ধান্ত নেই। গতবারের নকশাই রাখা হয়েছে। ট্রফির গর্জিয়াস ভাবটা আছে। এখন দেশেই উন্নত ট্রফি তৈরি হচ্ছে। বাড়তি গুরুত্ব দিয়েই ট্রফি প্রস্তুত করা হয়েছে। পুরো ট্রফিতে গোল্ডপ্লেটিং করা হয়েছে।

 

প্রসঙ্গত, গতবার ট্রফির সঙ্গে বিসিবি কোনো প্রাইজমানি দেয়নি। এবার চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পাবে ১ কোটি টাকা। রানার্সআপ পাবে ৫০ লাখ টাকা।সূএ:রাইজিংবিডি.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» র‌্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা

» রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অপমানজনক

» নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নেবে: টুকু

» রাতারগুলের অবকাঠামো উন্নয়নে সরকার পাশে থাকবে: আসিফ নজরুল

» প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন ৪ রাজনীতিবিদকে নিয়ে

» এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» দুর্গাপূজায় আমাদের সর্বোচ্চ সতর্ক ও প্রতিরোধের প্রস্তুতি থাকতে হবে: তারেক রহমান

» পিআর দাবি জনগণের আঙ্খাকার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী

» পূজামণ্ডপের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হোন: নেতা-কর্মীদের মির্জা ফখরুল

» সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশে তৈরি বিপিএল ট্রফির মূল্য শুনলে অবাক হবেন

কালো ডায়াসের ওপর সোনালি ট্রফি। সূর্যের আলোয় ট্রফিটা আরো চিকচিক করছিল। সোনালি ও কালো রঙের রিবন ফিতা মোড়ানো ট্রফিটাই এবার বঙ্গবন্ধু বিপিএলের পুরস্কার। 

 

মিরপুরের সবুজ গালিচায় আকর্ষণীয় ট্রফির পেছনে এসেই দাঁড়ালেন কাজী নুরুল হাসান সোহান। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের পেটে পীড়া থাকায় অফিসিয়াল ফটোসেশনে অনুপস্থিত। তার জায়গায় এসেছেন সহ অধিনায়ক সোহান। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল ঠিকই হাজির ছিলেন আনুষ্ঠানিক প্রক্রিয়ায়।

 

কোভিডের কারণে এবার বিপিএলের ট্রফি দেশে বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । এর ফলে খরচ অর্ধেকেরও কমে নেমে এসেছে। বিসিবি সূত্রে জানা গেল, বিপিএল চ্যাম্পিয়ন দলের ট্রফি বানাতে খরচ হয়েছে সাড়ে চার লাখ টাকা। এবারই প্রথম দেশে বিপিএলের ট্রফি বানিয়েছে বিসিবি।

 

লন্ডনের বিখ্যাত ইংকারম্যান কোম্পানি বিপিএলের ট্রফি নিয়মিত তৈরি করে আসছিল। এই কোম্পানিটি ইংলিশ লিগের শিরোপাও প্রস্তুত করে। গতবারও এই কোম্পানি ট্রফি বানিয়েছিল। ট্রফি তৈরি, দেশে আনা, ট্যাক্সসহ মোট খরচ হয় প্রায় ২০ লাখ টাকা।

 

এবার স্থানীয় কোম্পানিকে দায়িত্ব দিয়ে ট্রফি প্রস্তুত করেছে বিসিবি। বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘এবার সাড়ে চার লাখ টাকায় বিপিএলের ট্রফি তৈরি করেছি। কোভিডের কারণেই মূলত দেশে ট্রফি তৈরির সিদ্ধান্ত নেই। গতবারের নকশাই রাখা হয়েছে। ট্রফির গর্জিয়াস ভাবটা আছে। এখন দেশেই উন্নত ট্রফি তৈরি হচ্ছে। বাড়তি গুরুত্ব দিয়েই ট্রফি প্রস্তুত করা হয়েছে। পুরো ট্রফিতে গোল্ডপ্লেটিং করা হয়েছে।

 

প্রসঙ্গত, গতবার ট্রফির সঙ্গে বিসিবি কোনো প্রাইজমানি দেয়নি। এবার চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পাবে ১ কোটি টাকা। রানার্সআপ পাবে ৫০ লাখ টাকা।সূএ:রাইজিংবিডি.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com