ফাইল ছবি
বাংলাদেশের খেলা দেখতে গিয়ে একসময় সমর্থকদের প্রায় সময়ই বিড়ম্বনায় পড়তে হতো। অতীতে এমনও দেখা গেছে, কোনো টিভি চ্যানেল ম্যাচ সরাসরি সম্প্রচার না করায় খেলা দেখার সুযোগ পাননি সমর্থকবৃন্দ। অবশেষে, সেই বিড়ম্বনা অনেকাংশেই দূর হচ্ছে।
২০২৪ সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের সব হোম সিরিজ সরাসরি দেখানো হবে টিভির পর্দায়। সাকিব-তামিমদের খেলাসহ আসন্ন বিপিএল সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস কনসোর্টিয়াম। বিপিএলের পরবর্তী দুই আসরের স্বত্ব কিনেছে তারা।
বিপিএলের পাশাপাশি ২০২৪ সাল পর্যন্ত জাতীয় দলের হোম সিরিজগুলোও সরাসরি দেখাবে তারা। এ খেলাগুলো যৌথভাবে সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
১৭ অক্টোবর টিভি স্বত্ব বিক্রির জন্য টেন্ডার আহ্বান করেছিল বিসিবি। যেখানে টি–স্পোর্টসের পাশাপাশি এশিয়াটিক এমইসি, টপ অব মাইন্ড, ব্যানটেক লিমিটেড ও জিটিভি মিলে গঠিত কনসোর্টিয়াম বিপিএলের স্বত্ব কিনে নেয়। দেশের মাটিতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চারটি সিরিজ খেলবে বাংলাদেশ। সূএ:ডেইলি-বাংলাদেশ