কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে মো. নুরুজ্জামান ভুইয়া মুকুল নামে এক নৌকার চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এই ঘটনায় রাতে জেলা নির্বাচন অফিস থেকে ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। মো. নুরুজ্জামান মুকুল ভানী ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে এবং ওই ইউনিয়নের আ.লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান।
তবে স্বতন্ত্র প্রার্থী হাজী জালাল উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে ।
তবে লাথি মারার বিষয়টি সত্য নয়। মুকুল হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। পুলিশ তার ভাগিনা কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে গেছে বলেও তিনি জানান।
জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম জানান, ভানী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।