চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। এবার ফিফটিও তুলে নিলেন আগের ম্যাচের এই সেঞ্চুরিয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০২ রান।
এখন ৫৫ রানে লিটন এবং ২৯ রানে সাকিব অপরাজিত রয়েছেন।
হোয়াইটওয়াশের মিশনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম। ব্যাট হাতে টাইগারদের শুরুটা ছিল অনেক ধীরগতির। দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। অবশেষে পাওয়ার প্লের দশ ওভার শেষেফজলহক ফারুকিক করা বলে সাজঘরে ফেরেন তামিম। আউট হওয়ার আগে করেন ১১ রান।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দুর্দান্ত খেলে যাচ্ছেন ওপেনার লিটন কুমার দাস এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুজন মিলে তুলে নিয়েছেন অপ্রতিরোধ্য ৫৯ রানের জুটি। ইতিমধ্যে ফিফটিও পূর্ণ করেছেন তিনি।