দুর্দান্ত ফর্মে থাকা ফন ডার ডুসেনকে ফেরালেন তাসকিন

দুর্দান্ত খেলছিলেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন। তার ব্যাটে জয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল প্রোটিয়ারা। তবে তাদের স্বপ্নকে বেশি দূর এগিয়ে যেতে দিলেন না টাইগার বোলার তাসকিন আহমেদ। তার বলে মিডউইকেটের ওপর দিয়ে ছয় মারতে গিয়ে ইয়াসির আলীর কাছে ধরা পড়েন। ফলে সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান দূরে থাকতে সাজঘরে ফিরতে হয় এই ব্যাটারকে। 

 

এর আগে ৯৬ বল খেলে ৯ চার ও এক ছয়ের মারে ব্যক্তিগত ৮৬ রান করেন ফন ডার ডুসেন। বর্তমানে ক্রিজে রয়েছেন ডেভিড মিলার ও এইডেন মার্করাম। এদিন হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড মিলার। তিনি ব্যক্তিগত ৫১ রানে ব্যাট করছেন।

 

এদিন টস হেরে শুরুতে ব্যাট করে সেঞ্চুরিয়ানে সাউথ আফ্রিকাকে ৩১৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। ৯৫ রানের পার্টনারশিপে ওপেনিং জুটিতে সাউথ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম লিটন। ৬৭ বলে ৪১ রান করে এলবির শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। এরপরই ৬৭ বলে ৫০ রান তুলে কেশভ মহারাজের বলে সোজা বোল্ড হয়ে ফিরেছেন লিটন কুমার দাস।

 

ক্রিজে নেমে টাল সামলে নেন সাকিব আল হাসান। যদিও মুশফিকুর রহিম আজও সুবিধা করতে পারেননি। ১২ বলে করেছেন মাত্র ৯ রান। তবে পাঁচে নামা ইয়াসির আলী রাব্বিকে সাথে নিয়ে ১১৫ রানের পার্টনারশিপ গড়েছেন সাকিব। ৬৪ বলে ৭৭ রানে সাকিব ফেরার পর কিছুক্ষণের মধ্যে ব্যক্তিগত ৫০ রানে সাজঘরের পথ ধরেন ইয়াসির।

 

এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। তবে তাদের জুটি ২৯ রানের বেশি করতে পারেনি। আফিফ ফিরেছেন ১৭ রানে। ২৫ রানে ফিরেছেন রিয়াদ। শেষ দিকে ঝলক দেখান তাসকিন আহমেদ, চার ছক্কায় দলকে নিয়ে যান ৩০০ রানের বড় দেয়ালের ওপারে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বঙ্গবন্ধুর প্রতি আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

» জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

» ভটভটি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালকের মৃত্যু

» ঢাকার অপহৃত স্কুল ছাত্রীকে কক্সবাজারের থেকে উদ্ধার,গ্রেফতার১

» গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে কাজ করছে সরকার

» বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৯জন আটক

» স্ত্রীর মনের কথা জানার উপায়

» স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো : দীপু মনি

» বোনের বিরুদ্ধে মিষ্টি অভিযোগ পরীমণির!

» বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্দান্ত ফর্মে থাকা ফন ডার ডুসেনকে ফেরালেন তাসকিন

দুর্দান্ত খেলছিলেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন। তার ব্যাটে জয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল প্রোটিয়ারা। তবে তাদের স্বপ্নকে বেশি দূর এগিয়ে যেতে দিলেন না টাইগার বোলার তাসকিন আহমেদ। তার বলে মিডউইকেটের ওপর দিয়ে ছয় মারতে গিয়ে ইয়াসির আলীর কাছে ধরা পড়েন। ফলে সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান দূরে থাকতে সাজঘরে ফিরতে হয় এই ব্যাটারকে। 

 

এর আগে ৯৬ বল খেলে ৯ চার ও এক ছয়ের মারে ব্যক্তিগত ৮৬ রান করেন ফন ডার ডুসেন। বর্তমানে ক্রিজে রয়েছেন ডেভিড মিলার ও এইডেন মার্করাম। এদিন হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড মিলার। তিনি ব্যক্তিগত ৫১ রানে ব্যাট করছেন।

 

এদিন টস হেরে শুরুতে ব্যাট করে সেঞ্চুরিয়ানে সাউথ আফ্রিকাকে ৩১৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। ৯৫ রানের পার্টনারশিপে ওপেনিং জুটিতে সাউথ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম লিটন। ৬৭ বলে ৪১ রান করে এলবির শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। এরপরই ৬৭ বলে ৫০ রান তুলে কেশভ মহারাজের বলে সোজা বোল্ড হয়ে ফিরেছেন লিটন কুমার দাস।

 

ক্রিজে নেমে টাল সামলে নেন সাকিব আল হাসান। যদিও মুশফিকুর রহিম আজও সুবিধা করতে পারেননি। ১২ বলে করেছেন মাত্র ৯ রান। তবে পাঁচে নামা ইয়াসির আলী রাব্বিকে সাথে নিয়ে ১১৫ রানের পার্টনারশিপ গড়েছেন সাকিব। ৬৪ বলে ৭৭ রানে সাকিব ফেরার পর কিছুক্ষণের মধ্যে ব্যক্তিগত ৫০ রানে সাজঘরের পথ ধরেন ইয়াসির।

 

এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। তবে তাদের জুটি ২৯ রানের বেশি করতে পারেনি। আফিফ ফিরেছেন ১৭ রানে। ২৫ রানে ফিরেছেন রিয়াদ। শেষ দিকে ঝলক দেখান তাসকিন আহমেদ, চার ছক্কায় দলকে নিয়ে যান ৩০০ রানের বড় দেয়ালের ওপারে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Design & Developed BY ThemesBazar.Com