ফাইল ফটো
চট্টগ্রামে রোহিঙ্গাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানার লালদীঘি পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, কক্সবাজার জেলার টেকনাফের মুছনি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. আমিনের মেয়ে মোসা. রবিজা ওরফে নাসিমা (২৫) এবং বরিশাল জেলার উজিরপুর থানার খাটিয়ালপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে। তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালদীঘি পাড় এলাকা থেকে দুই নারীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন রোহিঙ্গা। মূলত তারা কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে এনে লালদীঘি পাড় এলাকায় বিক্রির জন্য এসেছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।