দুই দেশ থেকে পৌনে ৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মাধ্যমে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে দুই লটে ৪ হাজার ৫৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৩ লাখ ৭৫ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের অনুমতি দিয়েছে সরকার।

 

বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

অথর্মন্ত্রী বলেন, ক্রয় কমিটির অনুমোদনের জন্য (টেবিলে একটি প্রস্তাবসহ) মোট ৯টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দু’টি, শিল্প মন্ত্রণালয়ের দু’টি, সুরক্ষা সেবা বিভাগের একটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৯টি প্রস্তাবে মধ্যে ৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫ হাজার ৬৮৬ কোটি ৭১ লাখ ২১ হাজার ৮৬ টাকা।

 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. সাবিরুল ইসলাম বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন বিপিসি প্যাকেজ-এ ওবি ‘তে ইন্দোনেশিয়া পিটি বুমি সিয়াক পুসাকু জাপিন থেকে ৩ লাখ টন গ্যাস অয়েল ৩ হাজার ২৭৪ কোটি ৩২ লাখ টাকায় এবং প্যাকেজ-বি ‘তে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ৭৫ হাজার মে.টন (জেট এ-১) ৭৮০ কোটি ৬ লাখ টাকায় অর্থাৎ সর্বমোট ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ৪ হাজার ৫৪ কোটি ৩৮ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

 

অতিরিক্ত সচিব বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা মাধ্যমে সিঙ্গাপুর থেকে মাইক্রোসফট ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৯৯১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকায় আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

 

সভায় অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো- ‘বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর’ কর্তৃক ৩ মিলিয়ন বুকলেট তৈরির কাঁচামালের পরিবর্তে তিন মিলিয়ন তৈরি ই-পাসপোর্ট বুকলেট ‘ভেরিডোস জিএমবিএইচ’ থেকে আমদানির জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩৯ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৮৩৬ টাকা ব্যয় বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা এক মণ্ডপে ২০০-র বেশি প্রতিমা-বিগ্রহ! লাখো ভক্তের সমাগমের প্রস্তুতি

» সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা

» ২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল বীমা পলিসি ডক্যুমেন্ট প্রদানের সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ

» নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

» প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই দেশ থেকে পৌনে ৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মাধ্যমে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে দুই লটে ৪ হাজার ৫৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৩ লাখ ৭৫ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের অনুমতি দিয়েছে সরকার।

 

বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

অথর্মন্ত্রী বলেন, ক্রয় কমিটির অনুমোদনের জন্য (টেবিলে একটি প্রস্তাবসহ) মোট ৯টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দু’টি, শিল্প মন্ত্রণালয়ের দু’টি, সুরক্ষা সেবা বিভাগের একটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৯টি প্রস্তাবে মধ্যে ৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫ হাজার ৬৮৬ কোটি ৭১ লাখ ২১ হাজার ৮৬ টাকা।

 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. সাবিরুল ইসলাম বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন বিপিসি প্যাকেজ-এ ওবি ‘তে ইন্দোনেশিয়া পিটি বুমি সিয়াক পুসাকু জাপিন থেকে ৩ লাখ টন গ্যাস অয়েল ৩ হাজার ২৭৪ কোটি ৩২ লাখ টাকায় এবং প্যাকেজ-বি ‘তে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ৭৫ হাজার মে.টন (জেট এ-১) ৭৮০ কোটি ৬ লাখ টাকায় অর্থাৎ সর্বমোট ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ৪ হাজার ৫৪ কোটি ৩৮ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

 

অতিরিক্ত সচিব বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা মাধ্যমে সিঙ্গাপুর থেকে মাইক্রোসফট ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৯৯১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকায় আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

 

সভায় অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো- ‘বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর’ কর্তৃক ৩ মিলিয়ন বুকলেট তৈরির কাঁচামালের পরিবর্তে তিন মিলিয়ন তৈরি ই-পাসপোর্ট বুকলেট ‘ভেরিডোস জিএমবিএইচ’ থেকে আমদানির জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩৯ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৮৩৬ টাকা ব্যয় বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com