দীঘির টার্গেট

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে তার শারীরিক গড়নের জন্য কম কথা শুনতে হয়নি। প্রায়ই এ কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। সেসব কটাক্ষকারীদের দাঁতভাঙা জবাব দেয়ার জন্য কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন।  দীঘি জানালেন, তিনি আর শরীরচর্চা নিয়ে হেলাফেলা করতে চান না। তাই সদ্য বদল করেছেন জিম সেন্টার। এমনকি মেনে চলছেন কড়া ডায়েট। এই নায়িকার ভাষ্যে- মানুষের অনেক কথাই তো শুনেছি। কমছি না কেন? শুকাচ্ছি না কেন? এবার শরীরচর্চায় ফোকাস করছি।

আর শরীরচর্চা করলে মন ভালো থাকে, আত্মবিশ্বাসও বাড়ে। তাড়াতাড়ি ওজন কমানোর জন্য জিম সেন্টারও চেঞ্জ করলাম। দীঘির নতুন জিম সেন্টারটি ধানমণ্ডিতে অবস্থিত। এর আগে নায়িকা বিদ্যা সিনহা মিমও এ সেন্টারে জিম করে সুফল পান। এ নায়িকা গত পাঁচদিন ধরে সেখানে নিয়মিত যাচ্ছেন এবং প্রতিদিন দুই থেকে আড়াই ঘণ্টা সময় দিচ্ছেন। তিনি বলেন, এখানকার কর্ণধার থেকে শুরু করে সবাই খুব ভালো। কর্ণধারই সব ঠিক করে দিয়েছেন। একজন ট্রেনারের আন্ডারে আছি। তার পরামর্শে খাবার তালিকায় অনেক পরিবর্তন আনতে হয়েছে। তিনি আমাকে একটা ডায়েট চার্ট দিয়েছেন। ঐ চার্টটা ফলো করতে হচ্ছে। খুবই সীমিত খাবার। চেষ্টা করছি। কত কেজি ওজন কমানোর লক্ষ্য সেটা জানতে চাইলে দীঘি বললেন, এটা এখন বলবো না। আমি একটা মাইন্ড সেটআপ করেছি। নির্দিষ্ট সময়ে আমার টার্গেটে পৌঁছাতে হবে। সবাই দোয়া করবেন যাতে ঐ টাইমের মধ্যে আমি আমার গোলটা অর্জন করতে পারি। হঠাৎ করে শরীরচর্চা নিয়ে নায়িকার এত মনোযোগের কথা শুনে রহস্যের গন্ধ পাওয়া যায়। তাই প্রশ্ন রাখা হয়, পেছনে কোনো রহস্য আছে কিনা? উত্তরে দীঘি হেসে বলেন, রহস্য তো আছেই। শিগগিরই চমক দেবো, সব রহস্য উন্মোচন করবো। একটু অপেক্ষা করতে হবে। নায়িকা হিসেবে দীঘির ইতিমধ্যে দু’টি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো হলো ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই।’ সূএ:মানবজমিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা এক মণ্ডপে ২০০-র বেশি প্রতিমা-বিগ্রহ! লাখো ভক্তের সমাগমের প্রস্তুতি

» সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা

» ২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল বীমা পলিসি ডক্যুমেন্ট প্রদানের সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ

» নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

» প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দীঘির টার্গেট

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে তার শারীরিক গড়নের জন্য কম কথা শুনতে হয়নি। প্রায়ই এ কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। সেসব কটাক্ষকারীদের দাঁতভাঙা জবাব দেয়ার জন্য কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন।  দীঘি জানালেন, তিনি আর শরীরচর্চা নিয়ে হেলাফেলা করতে চান না। তাই সদ্য বদল করেছেন জিম সেন্টার। এমনকি মেনে চলছেন কড়া ডায়েট। এই নায়িকার ভাষ্যে- মানুষের অনেক কথাই তো শুনেছি। কমছি না কেন? শুকাচ্ছি না কেন? এবার শরীরচর্চায় ফোকাস করছি।

আর শরীরচর্চা করলে মন ভালো থাকে, আত্মবিশ্বাসও বাড়ে। তাড়াতাড়ি ওজন কমানোর জন্য জিম সেন্টারও চেঞ্জ করলাম। দীঘির নতুন জিম সেন্টারটি ধানমণ্ডিতে অবস্থিত। এর আগে নায়িকা বিদ্যা সিনহা মিমও এ সেন্টারে জিম করে সুফল পান। এ নায়িকা গত পাঁচদিন ধরে সেখানে নিয়মিত যাচ্ছেন এবং প্রতিদিন দুই থেকে আড়াই ঘণ্টা সময় দিচ্ছেন। তিনি বলেন, এখানকার কর্ণধার থেকে শুরু করে সবাই খুব ভালো। কর্ণধারই সব ঠিক করে দিয়েছেন। একজন ট্রেনারের আন্ডারে আছি। তার পরামর্শে খাবার তালিকায় অনেক পরিবর্তন আনতে হয়েছে। তিনি আমাকে একটা ডায়েট চার্ট দিয়েছেন। ঐ চার্টটা ফলো করতে হচ্ছে। খুবই সীমিত খাবার। চেষ্টা করছি। কত কেজি ওজন কমানোর লক্ষ্য সেটা জানতে চাইলে দীঘি বললেন, এটা এখন বলবো না। আমি একটা মাইন্ড সেটআপ করেছি। নির্দিষ্ট সময়ে আমার টার্গেটে পৌঁছাতে হবে। সবাই দোয়া করবেন যাতে ঐ টাইমের মধ্যে আমি আমার গোলটা অর্জন করতে পারি। হঠাৎ করে শরীরচর্চা নিয়ে নায়িকার এত মনোযোগের কথা শুনে রহস্যের গন্ধ পাওয়া যায়। তাই প্রশ্ন রাখা হয়, পেছনে কোনো রহস্য আছে কিনা? উত্তরে দীঘি হেসে বলেন, রহস্য তো আছেই। শিগগিরই চমক দেবো, সব রহস্য উন্মোচন করবো। একটু অপেক্ষা করতে হবে। নায়িকা হিসেবে দীঘির ইতিমধ্যে দু’টি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো হলো ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই।’ সূএ:মানবজমিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com