আবহাওয়ার পূর্বাভাসদাতা ব্রিটেনের আবহাওয়া অফিস তীব্র দাবদাহের কারণে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার ইংল্যান্ডের কিছু অংশের জন্য ‘চরম তাপমাত্রা’ বিষয়ক রেড এলার্ট জারি করা হয়েছে। ওই সময় তাপমাত্রা রেকর্ড সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে পারে।
শুক্রবার যুক্তরাজ্যের আবহাওয়া অফিস তাদের ওয়েবসাইটে বলেছে, ‘সম্ভবত সোমবার ও তার পরের দিন মঙ্গলবার দেশে তাপমাত্রা চরমভাবে বাড়বে। এ সময় তাপমাত্রা রেকর্ড সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে।
রাতের সময় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে শহরগুলো ব্যাপকভাবে তাপমাত্রা বাড়বে। এটা দেশের জনগণ ও অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।
এর আগে ২০১৯ সালের ২৫ জুলাই তারিখে কেমব্রিজ ইউনিভার্সিটি বোটানিক গার্ডেন এলাকায় যুক্তরাজ্যের রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
এ সপ্তাহের শুরুতে ব্রিটেনের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ‘ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি’ এবং আবহাওয়া অফিস দেশের কিছু অংশের জন্য একটি তৃতীয় মাত্রার তাপ-স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। এ কারণে দেশটির সামাজিক ও স্বাস্থ্যসেবা পরিষেবাগুলোকে দুর্বল ব্যক্তিদের রক্ষা করার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ব্রিটেনের আবহাওয়া ওয়েবসাইটে রেড এলার্ট বা চতুর্থে মাত্রার সতর্কতার সংজ্ঞায় বলা হয়েছে, ‘যখন দাবদাহের মাত্রা এত তীব্র ও দীর্ঘায়িত হয় যে এটার প্রভাব স্বাস্থ্য ও সামাজিক সেবার পরিধিকে অতিক্রম করে। এ স্তরে অসুস্থতা ও মৃত্যুর শঙ্কা থাকে।’
সূত্র : আল-জাজিরা