সিরাজগঞ্জের তাড়াশে পৃথক অভিযান চালিয়ে ৩৪ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পৌর সদরের কাউরাইল গ্রামের মো. আব্দুল মজিদ শেখ ও চাপাইনবাবগঞ্জ জেলার কোদাল কাঠি মধ্যচর গ্রামের মো. খাইরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল জেলার সলঙ্গা থানার ভুইয়াগাতী-তাড়াশ আঞ্চলিক সড়কের দেওভোগ ব্রিজের পূর্ব পাশে অভিযান চালায়। এসময় ২৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মজিদ শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
অপরদিকে পৃথক অভিযানে একই রাত ৯টার দিকে গোপন সংবাদে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর দল হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ থানার খালকুলা বাজারের আব্দুস সাত্তারের ‘জান্নাতি ষ্টোর’’ মুদি দোকানের অভিযান চালায়। এসময় ৮ কেজি গাঁজাসহ খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।