ঢাবির জিয়া হল: প্রস্তুত হয়েও চালু হচ্ছে না রিডিং রুম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিয়াউর রহমান হলে প্রশাসনের গড়িমসিতে চালু হচ্ছে না নতুন রিডিং রুমটি। শিক্ষার্থীদের অভিযোগ, বারবার চালু করার আশ্বাস দিলেও কোনোভাবেই চালু হচ্ছে না রুমটি। হল প্রশাসন ইচ্ছে করেই কৃত্রিম সংকট তৈরি করার লক্ষ্যে রিডিং রুমটি চালু করছে না। এতে পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের।

 

শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ১০ মার্চ রিডিং রুমটি চালু করার কথা থাকলেও বারবার তারিখ পিছিয়ে বিলম্ব করেছে হল প্রশাসন। সরেজমিনে গিয়ে দেখা যায়, রুমটিতে তালা মেরে রাখা হয়েছে।

 

জিয়াউর রহমান হলটিতে এখন মাত্র একটি রিডিং রুম, যেখানে কষ্টেসৃষ্টে ৭৫ জন শিক্ষার্থী একসঙ্গে পড়তে পারেন। এর ফলে শিক্ষার্থীদের বড় একটি অংশ রিডিং রুমে পড়ার সুযোগ পাচ্ছেন না। নিজ হল ছেড়ে কবি জসিমউদ্দীন হল, সূর্যসেন হল কিংবা বিজয় ৭১ হলের রিডিং রুমে গিয়ে পড়াশোনা করতে হয়।

 

এ বিষয়ে হলটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুজন আহমেদ বলেন, ‘আমরা দ্বিতীয় বর্ষের ৭৩ জন প্রথম বর্ষের ৬৫ জন আছি যারা হলের রিডিং রুমে পড়ার সুযোগই পাচ্ছি না। সিনিয়ররা সবসময় রিডিং রুমে পড়াশোনা করে। আমাদের অন্যান্য হলে গিয়ে কষ্ট করে পড়তে হয়। অথচ নিজের হলেই একটি প্রস্তত রিডিং রুম আছে।

 

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু শেখ ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা হলের রিডিং রুম থাকার পরেও কষ্ট করে পড়াশোনা করছি। হল প্রশাসন সবই দেখছে কিন্তু, বারবার আশ্বাস দিয়েই যাচ্ছে। আমরা দ্রুত এই রিডিং রুমটি চালু করার দাবি জানাচ্ছি।’

 

হল প্রশাসন সূত্রে জানা যায়, নতুন এ রিডিং রুমটিতে ১০০ জন শিক্ষার্থীর বসার ব্যবস্থা আছে। রিডিং রুমটির কাজ অনেক আগেই শুরু হয়েছে গত বছরের শেষ দিকে কাজ প্রায় শেষ হলেও চালু হয়নি এখন পর্যন্তও।

 

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাহ হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘আমি গত ১১ মাস আগেই হলের দায়িত্বে আসি। দায়িত্বে আসার আগেই রিডিং রুমটির স্ট্রাকচারাল প্রসেস ঠিক ছিল। শুধু চেয়ার টেবিল ছিল না। আমি আসার পরে এখানে একটি ইমার্জেন্সি আউটডোর করেছি।’

 

বিলম্বের কারণ হিসেবে ঠিকাদার নিয়োগে দীর্ঘসূত্রতা, কাজের ধীরগতি ও রিডিং রুমের জন্য চেয়ার টেবিল বানানোর প্রক্রিয়ায় সময়ক্ষেপণকে উল্লেখ করে প্রাধ্যক্ষ বলেন, ‘মূলত এখানে ঠিকাদারের নিয়োগ ও চেয়ার টেবিল বানাতে অনেক সময় নিয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন। কিছুদিন আগে তারা আমাদের কাছে রুমটি হস্তান্তর করে।’

 

তবে ইঞ্জিনিয়ারিং সেকশন কবে রিডিং রুমটি হস্তান্তর করেছে এটা হল প্রশাসন জানাতে পারেনি। ইঞ্জিনিয়ারিং সেকশনের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি তথ্য দিতে ব্যর্থ হন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আব্দুল্লাহ

» দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে আওয়ামী লীগ: মঈন খান

» ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

» পাউরুটি কীভাবে খেলে ওজন কমবে?

» সেই শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা

» প্রকাশ্যে ক্যাটরিনার বেবিবাম্প!

» সহোদর দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

» অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে অপবাদ দেওয়া হচ্ছে: ফখরুল

» পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

» কিমা পুরি তৈরির রেসিপি

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাবির জিয়া হল: প্রস্তুত হয়েও চালু হচ্ছে না রিডিং রুম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিয়াউর রহমান হলে প্রশাসনের গড়িমসিতে চালু হচ্ছে না নতুন রিডিং রুমটি। শিক্ষার্থীদের অভিযোগ, বারবার চালু করার আশ্বাস দিলেও কোনোভাবেই চালু হচ্ছে না রুমটি। হল প্রশাসন ইচ্ছে করেই কৃত্রিম সংকট তৈরি করার লক্ষ্যে রিডিং রুমটি চালু করছে না। এতে পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের।

 

শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ১০ মার্চ রিডিং রুমটি চালু করার কথা থাকলেও বারবার তারিখ পিছিয়ে বিলম্ব করেছে হল প্রশাসন। সরেজমিনে গিয়ে দেখা যায়, রুমটিতে তালা মেরে রাখা হয়েছে।

 

জিয়াউর রহমান হলটিতে এখন মাত্র একটি রিডিং রুম, যেখানে কষ্টেসৃষ্টে ৭৫ জন শিক্ষার্থী একসঙ্গে পড়তে পারেন। এর ফলে শিক্ষার্থীদের বড় একটি অংশ রিডিং রুমে পড়ার সুযোগ পাচ্ছেন না। নিজ হল ছেড়ে কবি জসিমউদ্দীন হল, সূর্যসেন হল কিংবা বিজয় ৭১ হলের রিডিং রুমে গিয়ে পড়াশোনা করতে হয়।

 

এ বিষয়ে হলটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুজন আহমেদ বলেন, ‘আমরা দ্বিতীয় বর্ষের ৭৩ জন প্রথম বর্ষের ৬৫ জন আছি যারা হলের রিডিং রুমে পড়ার সুযোগই পাচ্ছি না। সিনিয়ররা সবসময় রিডিং রুমে পড়াশোনা করে। আমাদের অন্যান্য হলে গিয়ে কষ্ট করে পড়তে হয়। অথচ নিজের হলেই একটি প্রস্তত রিডিং রুম আছে।

 

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু শেখ ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা হলের রিডিং রুম থাকার পরেও কষ্ট করে পড়াশোনা করছি। হল প্রশাসন সবই দেখছে কিন্তু, বারবার আশ্বাস দিয়েই যাচ্ছে। আমরা দ্রুত এই রিডিং রুমটি চালু করার দাবি জানাচ্ছি।’

 

হল প্রশাসন সূত্রে জানা যায়, নতুন এ রিডিং রুমটিতে ১০০ জন শিক্ষার্থীর বসার ব্যবস্থা আছে। রিডিং রুমটির কাজ অনেক আগেই শুরু হয়েছে গত বছরের শেষ দিকে কাজ প্রায় শেষ হলেও চালু হয়নি এখন পর্যন্তও।

 

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাহ হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘আমি গত ১১ মাস আগেই হলের দায়িত্বে আসি। দায়িত্বে আসার আগেই রিডিং রুমটির স্ট্রাকচারাল প্রসেস ঠিক ছিল। শুধু চেয়ার টেবিল ছিল না। আমি আসার পরে এখানে একটি ইমার্জেন্সি আউটডোর করেছি।’

 

বিলম্বের কারণ হিসেবে ঠিকাদার নিয়োগে দীর্ঘসূত্রতা, কাজের ধীরগতি ও রিডিং রুমের জন্য চেয়ার টেবিল বানানোর প্রক্রিয়ায় সময়ক্ষেপণকে উল্লেখ করে প্রাধ্যক্ষ বলেন, ‘মূলত এখানে ঠিকাদারের নিয়োগ ও চেয়ার টেবিল বানাতে অনেক সময় নিয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন। কিছুদিন আগে তারা আমাদের কাছে রুমটি হস্তান্তর করে।’

 

তবে ইঞ্জিনিয়ারিং সেকশন কবে রিডিং রুমটি হস্তান্তর করেছে এটা হল প্রশাসন জানাতে পারেনি। ইঞ্জিনিয়ারিং সেকশনের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি তথ্য দিতে ব্যর্থ হন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com