বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঝড় তুললেন কুমিল্লা ভিক্টোরিন্সের ব্যাটসম্যানরা। ঝড় তোলার মূল কাজটি করলেন ফাফ ডু প্লেসিস আর ক্যামেরন ডেলপোর্ট।
দুপুর সাড়ে ১২ টায় শুরু হওয়া এই ম্যাচে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রামের নতুন অধিনায়ক নাঈম ইসলাম। তবে তার সিদ্ধান্তকে ভুলই প্রমাণ করলেন কুমিল্লার ব্যাটাররা।
বিশ্রাম কাটিয়ে দলে ফিরে আজই কুমিল্লার হয়ে খেলতে নেমেছিলেন লিটন কুমার দাস। তার সাথে ওপেন করতে নামেন মাহমুদুল হাসান জয়। জয় যদিও সুবিধা করতে পারেননি আজ। ৫ বলে ৩ রান করে জয় ফিরেছেন নাসুম আহমেদের বলে।
তারপরের গল্পটা পুরোটায় কুমিল্লার ব্যাটারদের। কুমিল্লার হয়ে প্রথম খেলতে নামা লিটন খেলেছেন দারুণ। ৩৪ বলে ৪৭ রান করে আউট হওয়ার আগে ডু প্লেসিসের সাথে মিলে গড়েন ৮০ রানের জুটি। দলীয় ৮৪ রানে লিটনকে ফেরান নাসুম আহমেদ। তারপর ক্রিজে এসে অধিনায়ক ইমরুল কায়েস টিকতে পারেননি অবশ্য। ফিরে গেছেন ১ রান করেই। তবে সেটিই যেন শাপে-বর হয়ে আসে কুমিল্লার জন্য।
ইমরুল আউট হওয়ার পর ক্রিজে আসেন ডেলপোর্ট। জুটি গড়েন ডু প্লেসিসের সাথে। আর তারপর যা হলো তার জন্য প্রস্তুত ছিলেন না চট্টগ্রামের কোনো বোলারই। দুজন মিলে রীতিমত তান্ডব চালিয়েছেন চ্যালেঞ্জার্স বোলারদের উপর দিয়ে।
১১.৫ ওভারে ৮৬ রানে তৃতীয় উইকেট হারানো কুমিল্লা ইনিংস শেষ করেছে ঐ ৩ উইকেটেই ১৮৩ রান করে। শেষ ৯ ওভারে ১০ এর ওপর রানরেট রেখে স্কোরবোর্ডে রান তুলেছেন ডু প্লেসিস-ডেলপোর্ট জুটি। শেষমেশ ৮ চার আর ৩ ছয়ে ৫৫ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন ডু প্লেসিস। আর অন্যপ্রান্তে ডেলপোর্ট তো ছিলেন আরও বেশি মারমুখী। ২৩ বলে ৪ চার আর ৩ ছয়ে প্রায় ২২২ স্ট্রাইক রেটে দেলপোর্ট অপরাজিত থাকেন ৫১ রানে।