ডিপিএলে প্রথম শিরোপা জিতল শেখ জামাল

প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়ে চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত করল ইমরুল কায়েসের দল।

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ জিতে শিরোপা উৎসব করেছে শেখ জামাল।

শুরুতে ব্যাট করে আবাহনী ৬ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে। জবাব দিতে নেমে ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেহেদি মিরাজকে ছাড়া খেলতে নামা শেখ জামাল। দলের জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান।

 

ব্যাট করতে নেমে আবাহনী ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৩৫ রানে ফিরে যান টপ অর্ডারের নাঈম শেখ, লিটন দাস ও নাজমুল শান্ত। পরে চারে নেমে তৌহিদ হৃদয় ৭৫ বলে চারটি চারে ৫৩ রানের ইনিংস খেলেন। এছাড়া আফিফ হোসেন খেলেন ২৯ রানের ইনিংস।

 

শেষ দিকে জাকের আলী ৭০ বলে ৪৭ ও সাইফউদ্দিন ৩৩ বলে পাঁচ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলে লড়ই করার পুঁজি এনে দেন আবাহনীকে। জবাব দিতে নামা শেখ জামালের ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে শিরোপার অপেক্ষা বাড়ানোর আভাস দেয় মোসাদ্দেকের দল।

 

কিন্তু দারুণ ফর্মে থাকা নুরুল হাসান ৮১ বলে আটটি চার ও দুই ছক্কায় ৮১ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তার সঙ্গে পারভেস রসুল ৪০ বলে ৩৩ রান করেন। জিয়াউর রহমান খেলেন ২৬ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৯ রানের হার না মানা ইনিংস। বল হাতে জিয়াউর রহমান এই ম্যাচে নেন ২ উইকেট।

 

এছাড়া পারভেজ রসুল, সানজামুল হক, সুমন খান ও সাইফ হাসান একটি করে উইকেট নেন। আবাহনীর হয়ে সাইফউদ্দিন নেন ২ উইকেট। তানভির ইসলাম, তানজিম সাকিব, মোসাদ্দেক ও নাজমুল শান্ত একটি করে উইকেট নিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা এক মণ্ডপে ২০০-র বেশি প্রতিমা-বিগ্রহ! লাখো ভক্তের সমাগমের প্রস্তুতি

» সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা

» ২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল বীমা পলিসি ডক্যুমেন্ট প্রদানের সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ

» নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

» প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিপিএলে প্রথম শিরোপা জিতল শেখ জামাল

প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়ে চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত করল ইমরুল কায়েসের দল।

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ জিতে শিরোপা উৎসব করেছে শেখ জামাল।

শুরুতে ব্যাট করে আবাহনী ৬ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে। জবাব দিতে নেমে ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেহেদি মিরাজকে ছাড়া খেলতে নামা শেখ জামাল। দলের জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান।

 

ব্যাট করতে নেমে আবাহনী ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৩৫ রানে ফিরে যান টপ অর্ডারের নাঈম শেখ, লিটন দাস ও নাজমুল শান্ত। পরে চারে নেমে তৌহিদ হৃদয় ৭৫ বলে চারটি চারে ৫৩ রানের ইনিংস খেলেন। এছাড়া আফিফ হোসেন খেলেন ২৯ রানের ইনিংস।

 

শেষ দিকে জাকের আলী ৭০ বলে ৪৭ ও সাইফউদ্দিন ৩৩ বলে পাঁচ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলে লড়ই করার পুঁজি এনে দেন আবাহনীকে। জবাব দিতে নামা শেখ জামালের ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে শিরোপার অপেক্ষা বাড়ানোর আভাস দেয় মোসাদ্দেকের দল।

 

কিন্তু দারুণ ফর্মে থাকা নুরুল হাসান ৮১ বলে আটটি চার ও দুই ছক্কায় ৮১ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তার সঙ্গে পারভেস রসুল ৪০ বলে ৩৩ রান করেন। জিয়াউর রহমান খেলেন ২৬ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৯ রানের হার না মানা ইনিংস। বল হাতে জিয়াউর রহমান এই ম্যাচে নেন ২ উইকেট।

 

এছাড়া পারভেজ রসুল, সানজামুল হক, সুমন খান ও সাইফ হাসান একটি করে উইকেট নেন। আবাহনীর হয়ে সাইফউদ্দিন নেন ২ উইকেট। তানভির ইসলাম, তানজিম সাকিব, মোসাদ্দেক ও নাজমুল শান্ত একটি করে উইকেট নিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com