টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়ক জিৎ। ঈদ আসলেই তার অগণিত অনুরাগীদের মুখে হাসি ফোটে। কারণ ঈদ মানেই জিতের নতুন সিনেমা। মাঝে করোনাকালে এই রীতির ব্যত্যয় ঘটেছিল। সিনেমা হল বন্ধ থাকায় সেসময় দর্শকদের কপালে নতুন সিনেমা জোটেনি। এবার আর সেরকমটা হচ্ছে না। ঈদ উপলক্ষে ২৯ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘রাবণ’।
সিনেমাটির পোস্টার প্রকাশ পেয়েছিল গত বছর। সেখানে জিৎকে দেখা গিয়েছিল লম্বা চুল, মোটা গোঁফ আর একগাল দাড়িতে। শুধু কি তাই? পোস্টারে রাগী চেহারার জিতের ভ্রু কাটা ছিল। চোখের এক মণি ছিল বাদামী আর অন্য মণি ছিল লাল।
এমন পোস্টার দেখে জিৎ অনুরাগীদের তর সইছিল না। ‘রাবণে’র ট্রেইলার দেখতে মুখিয়ে ছিলেন তারা। এবার শেষ হলো সেই অপেক্ষা। আজ ১০ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার।
সে খবর জিৎ জানিয়েছেন ফেসবুকের মধ্যমে। ট্রেইলারের লিংকসহ সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন তিনি। সঙ্গে সঙ্গে সবাই হুমড়ি খেয়ে পড়েছেন মন্তব্যের ঘরে। তাদের মন্তব্যই বলে দিচ্ছে ‘রাবণে’র জন্য কতটা অধীর আগ্রহে ছিলেন তারা।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, লহমা ভট্টাচার্য, খারাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, শাতাফ ফিগার প্রমুখ। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন এমএন রাজ। এটি প্রযোজনা করেছেন, জিৎ, গোপাল মাদনানি এবং অমিত জুমরানি।