ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত হয়েছে। তার নাম মো. মেহেদী (২৫)।
এ সময় মোটর সাইকেলের অপর আরোহী আহত হয়। তিনি অচেতন থাকায় তার নাম পরিচয় জানা যায়নি। আজ (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে।
রাশেদুল ইসলাম জানান, ঢাকা থেকে মোটর সাইকেলে করে মেহেদীসহ দুইজন কুমিল্লার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বালুয়াকান্দি এলাকায় দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটর সাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক মেহেদী মারা যায়। অপর আহত আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।