কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গুম গাছতলা এলাকায় অভিনব কায়দায় মাদক পাচারকালে পুলিশ অভিযান চালিয়ে ২ হজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে।
টেকনাফ মডেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার রাতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ- আল-ফারুকের নেতৃত্বে টেকনাফ থানার পৌরসভার ৫নং ওয়ার্ডের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন গুম গাছ তলা কাঁচাবাজারের সামনে পাকা রাস্তার ওপরে অভিযান চালানো হয়। অভিযানে হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নম্বর ক্যাম্পের এফসিএন নং ২৬১৮৬২,ব্লক ডি/১০,-বি এর বাসিন্দা আবু তালেবের ছেলে মোহাম্মদ আজীজ (৩৬) এর হেফাজত থেকে অভিনব কায়দায় লুকানো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।
Facebook Comments Box