ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিবারাত্রির ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ইংলিশ অধিনায়ক জস বাটলারের সাথে টস করতে নেমে জয় পান তামিম ইকবাল। তাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার দেখার পালা টস জয়ের ভাগ্যকে তামিমরা ম্যাচ জয়ে পরিণত করতে পারেন কিনা।
টাইগার টিমে যথারীতি অধিনায়ক হিসেবে আছেন তামিম ইকবাল। মূল একাদশে আরও আছেন ওপেনার হিসেবে লিটন দাস, টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। সূএ:বাংলাদেশ প্রতিদিন