মনিরুজ্জামান মনির, জেলা প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে বুধবার রাত সাড়ে ৯ ঘটিকার সময় সদর থানাধীন হলিধানী গ্রামস্থ প্রতাপপুর গামী কাঁচা রাস্তার উপর হইতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসী গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আটককৃত ব্যক্তি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের মোঃ আরিফুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম শুভ ওরফে বান্টা (২১)।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার (ডিবি) ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, ডিবি পুলিশের একটি অভিযানিক দল রাত সাড়ে ৯টার দিকে ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্টে ডিউটি করাকালে ডিবি পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করে দেহ তল্লাশি করলে তাঁর কোমরে গোঁজা অবস্থায় একটি ওয়ান শুটার গান এক রাউন্ড গুলি লোড অবস্থায় পাওয়া গেলে তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কাজ করার জন্য তার কাছে আগ্নোয়স্ত্র ও গুলি রেখেছে বলে জানান। তার বিরুদ্ধে অস্ত্র ও গুলি হেফাজতে রাখার অপরাধে ঝিনাইদহ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box