জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের সদর ও পাঁচবিবি উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দুই উপজেলার নবনির্বাচিত ১৪ জন ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ৪২ জন ও ১২৬ জন সাধারণ সদস্যদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে শপথ গ্রহণ করান জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরাফাত হোসেন প্রমুখ।