মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার মাতাপুর গ্রামের পাঁচমাথা মোড় সংলগ্ন বজলুর রশিদের আম বাগানের ভিতর হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি এয়ারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুর ২টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা এগুলো উদ্ধার করে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, উক্ত অস্ত্র দিয়ে একটি চক্র শীত মৌসুমে অতিথি পাখি শিকার করার কাজে ব্যবহার করতো।
র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে অস্ত্রটি পরিত্যাক্ত অবস্থায় র্যাব কর্তৃক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতগুলো যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।