সপ্তম ধাপে জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার কুসুম্বা ইউনিয়নের নির্বাচন হয়েছে। এ নির্বাচনে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী জিহাদ মন্ডল ১৫ হাজার ৪৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ৫২ ভোট।
সপ্তম ধাপের ইউপি নির্বাচনে পাঁচবিবি উপজেলার দুই ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও রবিবার রাতে আওলাই ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
পাঁচবিবি উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুসুম্বা ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৫৭৪ জন। চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, পুরুষ সদস্য ৩৯ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তবে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকার প্রার্থী ছাড়া অন্য কোনো দল অংশগ্রহণ করেনি।