সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় নোয়াখালী প্রবাসী সমিতির উদ্যোগে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। শুক্রবার একটি অভিজাত হোটেলে বৃহত্তর ‘পারসোনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ’ কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণ দেন- বিভিন্ন দেশের প্রশিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সৌদি শ্রম আইন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু।
সমিতির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রধান পৃষ্ঠপোষক সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, প্রধান উপদেষ্টা ইউসুফ খান, উপদেষ্টা বেলাল হোসেন, উপদেষ্টা বাপন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলীমসহ কার্যকরি পরিষদের সদস্যরা।
এ ধরনের প্রশিক্ষণ আত্ম উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রশিক্ষণ নেওয়ারা অভিমত প্রকাশ করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।