জাবিতে বরাদ্দ বেড়েছে গবেষণায়, চিকিৎসায় ১ শতাংশের কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে গবেষণা খাতে গত অর্থ বছরের চেয়ে ৪০ লাখ টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে।

 

পাশাপাশি চিকিৎসা খাতে ২ কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা মোট বাজেটের ১ শতাংশেরও কম (০.৯৮ শতাংশ)।

এবার ২৭৯.১৩ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট। গত শুক্রবার বেলা সাড়ে তিনটায় সিনেট হলে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে শুরু হওয়া ৩৯তম অধিবেশনে এই বাজেট অনুমোদন করা হয়।

 

বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, বাজেটে গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৪.৪ কোটি টাকা যা মোট বাজেটের ১.৫৮ শতাংশ। গতবারের তুলনায় এবার ৪০ লাখ টাকা বৃদ্ধি করা হয়েছে গবেষণা খাতের বরাদ্দ। ২০২১-২২ এর সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪ কোটি টাকা।

 

২০২২-২৩ অর্থ বছরের মূল বাজেটে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাবদ ৩২ কোটি ১ লাখ ২৯ হাজার টাকা। এটি মোট বাজেটের ১১.৪৭ শতাংশ। ২১-২২ অর্থ বছরের সংশোধিত বরাদ্দে রাখা হয়েছে ৩১ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকা।

 

এবার দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে সাধারণ কার্যক্রম ও আনুষঙ্গিক ব্যয় (বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পোশাক ও কোর্তা, মুদ্রণ ও মনিহারি, যানবাহনের জ্বালানী ও রক্ষণাবেক্ষণ, বিজ্ঞাপন খরচ, খাজনা ও কর ইত্যাদিসহ) ৩২ কোটি ৩৮ লাখ ৩ হাজার টাকা যা মোট বাজেটের ১১.৬০ ভাগ।

 

অন্যবারের মতো এবারো সর্বোচ্চ বাজেট দেয়া হয়েছে বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি, কন্টিনজেন্সি এবং আনুষঙ্গিক খরচে ৯৭ কোটি ৮৬ লাখ ৪১ হাজার টাকা, যা মোট বাজেটের ৩৫.০৬ শতাংশ।

 

যা ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৯৮ কোটি ৪১ লাখ ৭৭ হাজার টাকা, যা মোট বাজেটের ৩৫.৪০ শতাংশ। এদিকে সমাবর্তনের জন্য মূল বাজেটে ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের জন্য বিশেষ অনাবর্তক মঞ্জুরির ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়নি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার বলেন, আগে থেকে সমাবর্তন না হওয়ায় এই খাতে কোন বরাদ্দ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেয়নি। তবে তারা বলেছে, সমাবর্তন হলে বরাদ্দ দেবে।

 

এদিকে বাজেটে চিকিৎসা খাতে মোট বাজেট ২ কোটি ৭৪ লাখ ১১ হাজার। এটি মোট বাজেটের ১ শতাংশেরও কম (০.৯৮ শতাংশ)। ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বাজেটে ২ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার।

 

সিনেট অধিবেশনে ৪ ও ৫ নং আলোচ্যসূচিতে সিনেট সদস্যদের আপত্তির পর ৬নং আলোচ্যসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার ২০২১-২২ অর্থবছরের জন্য ২৭৮.০২ কোটি টাকার সংশোধিত বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের ২৭৯.১৩ কোটি টাকার মূল বাজেট উপস্থাপন করেন। পরে সিনেট সদস্যরা সংশোধিত বাজেটটি অনুমোদন করেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা এক মণ্ডপে ২০০-র বেশি প্রতিমা-বিগ্রহ! লাখো ভক্তের সমাগমের প্রস্তুতি

» সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা

» ২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল বীমা পলিসি ডক্যুমেন্ট প্রদানের সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ

» নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

» প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাবিতে বরাদ্দ বেড়েছে গবেষণায়, চিকিৎসায় ১ শতাংশের কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে গবেষণা খাতে গত অর্থ বছরের চেয়ে ৪০ লাখ টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে।

 

পাশাপাশি চিকিৎসা খাতে ২ কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা মোট বাজেটের ১ শতাংশেরও কম (০.৯৮ শতাংশ)।

এবার ২৭৯.১৩ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট। গত শুক্রবার বেলা সাড়ে তিনটায় সিনেট হলে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে শুরু হওয়া ৩৯তম অধিবেশনে এই বাজেট অনুমোদন করা হয়।

 

বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, বাজেটে গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৪.৪ কোটি টাকা যা মোট বাজেটের ১.৫৮ শতাংশ। গতবারের তুলনায় এবার ৪০ লাখ টাকা বৃদ্ধি করা হয়েছে গবেষণা খাতের বরাদ্দ। ২০২১-২২ এর সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪ কোটি টাকা।

 

২০২২-২৩ অর্থ বছরের মূল বাজেটে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাবদ ৩২ কোটি ১ লাখ ২৯ হাজার টাকা। এটি মোট বাজেটের ১১.৪৭ শতাংশ। ২১-২২ অর্থ বছরের সংশোধিত বরাদ্দে রাখা হয়েছে ৩১ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকা।

 

এবার দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে সাধারণ কার্যক্রম ও আনুষঙ্গিক ব্যয় (বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পোশাক ও কোর্তা, মুদ্রণ ও মনিহারি, যানবাহনের জ্বালানী ও রক্ষণাবেক্ষণ, বিজ্ঞাপন খরচ, খাজনা ও কর ইত্যাদিসহ) ৩২ কোটি ৩৮ লাখ ৩ হাজার টাকা যা মোট বাজেটের ১১.৬০ ভাগ।

 

অন্যবারের মতো এবারো সর্বোচ্চ বাজেট দেয়া হয়েছে বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি, কন্টিনজেন্সি এবং আনুষঙ্গিক খরচে ৯৭ কোটি ৮৬ লাখ ৪১ হাজার টাকা, যা মোট বাজেটের ৩৫.০৬ শতাংশ।

 

যা ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৯৮ কোটি ৪১ লাখ ৭৭ হাজার টাকা, যা মোট বাজেটের ৩৫.৪০ শতাংশ। এদিকে সমাবর্তনের জন্য মূল বাজেটে ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের জন্য বিশেষ অনাবর্তক মঞ্জুরির ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়নি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার বলেন, আগে থেকে সমাবর্তন না হওয়ায় এই খাতে কোন বরাদ্দ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেয়নি। তবে তারা বলেছে, সমাবর্তন হলে বরাদ্দ দেবে।

 

এদিকে বাজেটে চিকিৎসা খাতে মোট বাজেট ২ কোটি ৭৪ লাখ ১১ হাজার। এটি মোট বাজেটের ১ শতাংশেরও কম (০.৯৮ শতাংশ)। ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বাজেটে ২ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার।

 

সিনেট অধিবেশনে ৪ ও ৫ নং আলোচ্যসূচিতে সিনেট সদস্যদের আপত্তির পর ৬নং আলোচ্যসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার ২০২১-২২ অর্থবছরের জন্য ২৭৮.০২ কোটি টাকার সংশোধিত বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের ২৭৯.১৩ কোটি টাকার মূল বাজেট উপস্থাপন করেন। পরে সিনেট সদস্যরা সংশোধিত বাজেটটি অনুমোদন করেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com