জড়িয়ে ধরাই পেশা, মাসে আয় করেন লাখ টাকা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কিংবা সরকারি বড় কোনো কর্মকর্তা। কমবেশি সবার এই ধরনের পেশাগুলোতে বেছে নিতেই পছন্দ করেন। তবে বিশ্বে কত ধরনের যে পেশা আছে তার হিসাব করে শেষ করা যাবে না। এমনকি এমন অনেক পেশা আছে যা আপনার আমার কল্পনারও বাইরে। যেখান থেকে মানুষ আয় করছেন লাখ লাখ টাকা।

 

তেমনই একটি পেশা হচ্ছে কাডলিস্ট। যাদের কাজই হচ্ছে জড়িয়ে ধরা। তেমনই একজন পোল্যান্ডের আলেকজান্দ্রা কাসপারেক। তিনি আলিঙ্গনের মাধ্যমে পুরুষের একাকিত্ব দূর করার চেষ্টাই করে চলেছেন এবং এই কাজকে একটি সংগঠিত ব্যবসায় পরিণত করেছেন। নাম দিয়েছেন ‘কাডল সালোঁ’।

আলেকজান্দ্রা কাসপারেক ২০২৩ সালে পোল্যান্ডের কাটোইসে এই সালোঁ খোলেন। এই সালোঁতে একাকিত্বে ভোগা পুরুষদের সহায়তা করা হয়, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে যে সব পুরুষ উদ্বেল হয়ে আছেন, তারা এখানে এসেই পাবেন সমাধান। পেশাদারিভাবে এবং থেরাপির অন্তর্গত প্রক্রিয়ায় এখানে পুরুষরা আলিঙ্গনের উষ্ণতা অনুভব করেন।

 

এই সালোঁতে আসা মাত্রই গ্রাহকদের আলিঙ্গনের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। এরপর একটি সংক্ষিপ্ত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করা হয় যে তাদের শারীরিক এবং মানসিক অবস্থা এখন কেমন। তারা সুস্থ, স্বাভাবিক নাকি ঝুঁকিহীন।

আলেকজান্দ্রা প্রথমেই গ্রাহকদের কাছ থেকে তাদের তথ্য নেন। তার মানসিক স্বাস্থ্য এখন কেমন, কোনো কিছু নিয়ে তিনি স্ট্রেসে আছেন কি না, শারীরিক অবস্থা-জ্বর, ঠান্ডা বা গলা ব্যথার সমস্যা আছে কি না। এমনকি সেই মুহূর্তে তার ক্লায়েন্টের অ্যালকোহলের প্রভাব আছে কি না।

 

আলেকজান্দ্রা গ্রাহকদের গোসলের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন এখানে। এরপর তাদের নতুন পোশাক সরবরাহ করেন এবং এই সেশন শুরু হয় হ্যান্ডশেক দিয়ে। ধীরে ধীরে তা আলিঙ্গনে পৌঁছায়। সাধারণত এক থেকে ২ ঘণ্টা পর্যন্ত একেকটি সেশন স্থায়ী হয়। সম্পূর্ণ কাজটিই করা হয় অত্যন্ত পেশাদারিভাবে।

 

আলেকজান্দ্রা গ্রাহকদের সঙ্গে একটি শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান এবং তাদের থেরাপির অভিজ্ঞতা দিতে চান। এই সেশন চলাকালীন কোনো অসংলগ্ন বা অশালীন আচরণ করলে সঙ্গে সঙ্গে এই সেশন বাতিল করা হয়, জরিমানা কাটা হয়।

 

তার বেশিরভাগ গ্রাহকদেরই বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। পুরুষ এবং নারী উভয়েই আছেন তার গ্রাহকদের মধ্যে। এক ঘণ্টা আলিঙ্গনের জন্য আলেকজান্দ্রাকে দিতে হয় ৩০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৫৯০ টাকা এবং ২ ঘণ্টার সেশনের জন্য তার চার্জ ৫৮ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৮৭০ টাকা। এই সেশন পরিচালনা করা হয় একটি বিশেষভাবে নির্মিত ঘরের মধ্যে, যাতে গ্রাহক আরাম পান।

আলেকজান্দ্রা জানান, তার কাছে যারা একবার আসেন তারা বেশ স্ট্রেস ফ্রি হয়েই বাড়ি ফেরেন। অনেকে সপ্তাহে অন্তত তার কাছে এই সেশনটি নিতে আসেন। তার নিয়মিত ক্লায়েন্টের পাশাপাশি প্রতিদিন নতুন নতুন মানুষ আসছেন। তাদের কিছুটা মানসিক স্বস্তি দিতে পেরে আলেকজান্দ্রা নিজেও অনেক খুশি।

সূএ:জাগোনিউজ২৪.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জড়িয়ে ধরাই পেশা, মাসে আয় করেন লাখ টাকা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কিংবা সরকারি বড় কোনো কর্মকর্তা। কমবেশি সবার এই ধরনের পেশাগুলোতে বেছে নিতেই পছন্দ করেন। তবে বিশ্বে কত ধরনের যে পেশা আছে তার হিসাব করে শেষ করা যাবে না। এমনকি এমন অনেক পেশা আছে যা আপনার আমার কল্পনারও বাইরে। যেখান থেকে মানুষ আয় করছেন লাখ লাখ টাকা।

 

তেমনই একটি পেশা হচ্ছে কাডলিস্ট। যাদের কাজই হচ্ছে জড়িয়ে ধরা। তেমনই একজন পোল্যান্ডের আলেকজান্দ্রা কাসপারেক। তিনি আলিঙ্গনের মাধ্যমে পুরুষের একাকিত্ব দূর করার চেষ্টাই করে চলেছেন এবং এই কাজকে একটি সংগঠিত ব্যবসায় পরিণত করেছেন। নাম দিয়েছেন ‘কাডল সালোঁ’।

আলেকজান্দ্রা কাসপারেক ২০২৩ সালে পোল্যান্ডের কাটোইসে এই সালোঁ খোলেন। এই সালোঁতে একাকিত্বে ভোগা পুরুষদের সহায়তা করা হয়, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে যে সব পুরুষ উদ্বেল হয়ে আছেন, তারা এখানে এসেই পাবেন সমাধান। পেশাদারিভাবে এবং থেরাপির অন্তর্গত প্রক্রিয়ায় এখানে পুরুষরা আলিঙ্গনের উষ্ণতা অনুভব করেন।

 

এই সালোঁতে আসা মাত্রই গ্রাহকদের আলিঙ্গনের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। এরপর একটি সংক্ষিপ্ত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করা হয় যে তাদের শারীরিক এবং মানসিক অবস্থা এখন কেমন। তারা সুস্থ, স্বাভাবিক নাকি ঝুঁকিহীন।

আলেকজান্দ্রা প্রথমেই গ্রাহকদের কাছ থেকে তাদের তথ্য নেন। তার মানসিক স্বাস্থ্য এখন কেমন, কোনো কিছু নিয়ে তিনি স্ট্রেসে আছেন কি না, শারীরিক অবস্থা-জ্বর, ঠান্ডা বা গলা ব্যথার সমস্যা আছে কি না। এমনকি সেই মুহূর্তে তার ক্লায়েন্টের অ্যালকোহলের প্রভাব আছে কি না।

 

আলেকজান্দ্রা গ্রাহকদের গোসলের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন এখানে। এরপর তাদের নতুন পোশাক সরবরাহ করেন এবং এই সেশন শুরু হয় হ্যান্ডশেক দিয়ে। ধীরে ধীরে তা আলিঙ্গনে পৌঁছায়। সাধারণত এক থেকে ২ ঘণ্টা পর্যন্ত একেকটি সেশন স্থায়ী হয়। সম্পূর্ণ কাজটিই করা হয় অত্যন্ত পেশাদারিভাবে।

 

আলেকজান্দ্রা গ্রাহকদের সঙ্গে একটি শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান এবং তাদের থেরাপির অভিজ্ঞতা দিতে চান। এই সেশন চলাকালীন কোনো অসংলগ্ন বা অশালীন আচরণ করলে সঙ্গে সঙ্গে এই সেশন বাতিল করা হয়, জরিমানা কাটা হয়।

 

তার বেশিরভাগ গ্রাহকদেরই বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। পুরুষ এবং নারী উভয়েই আছেন তার গ্রাহকদের মধ্যে। এক ঘণ্টা আলিঙ্গনের জন্য আলেকজান্দ্রাকে দিতে হয় ৩০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৫৯০ টাকা এবং ২ ঘণ্টার সেশনের জন্য তার চার্জ ৫৮ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৮৭০ টাকা। এই সেশন পরিচালনা করা হয় একটি বিশেষভাবে নির্মিত ঘরের মধ্যে, যাতে গ্রাহক আরাম পান।

আলেকজান্দ্রা জানান, তার কাছে যারা একবার আসেন তারা বেশ স্ট্রেস ফ্রি হয়েই বাড়ি ফেরেন। অনেকে সপ্তাহে অন্তত তার কাছে এই সেশনটি নিতে আসেন। তার নিয়মিত ক্লায়েন্টের পাশাপাশি প্রতিদিন নতুন নতুন মানুষ আসছেন। তাদের কিছুটা মানসিক স্বস্তি দিতে পেরে আলেকজান্দ্রা নিজেও অনেক খুশি।

সূএ:জাগোনিউজ২৪.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com