সাভারের ক্যান্টনমেন্ট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (২১) নামে এক কুরিয়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরের দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের আব্দুর রউফ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাসেল এসএ কুরিয়ার সার্ভিসের হেলপার। তার বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামে।
এসএ পরিবহনের বাইপাইল শাখার ম্যানেজার আবুল কাশেম বলেন, ভোর পৌনে ৫টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের আব্দুর রউফ গেইটের সামনে ফজরের নামাজের জন্য গাড়ি থামান চালক। গাড়ি রেখে মসজিদে যাওয়ার সময় ৫/৬ জন ছিনতাইকারী হেলপার ও চালককে ঘিরে ধরে মোবাইল, টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। রাসেল বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় রাসেলের চিৎকার শুনে আশপাশের লোক এগিয়ে এসে এক ছিনতাইকারীকে আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, পরে রাসেলকে গুরুতর অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক ফরিদ মিয়া জানান, পথচারীরা মুন্না মিয়া (২০) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পথচারীদের গণধোলাইয়ে ওই ছিনতাইকারী মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ছিনতাইকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন যায়গায় সাম্প্রতিক ছিনতাইয়ে ঘটনা বেড়েছে। দিন দুপুরেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।