আশুলিয়ার চাঞ্চল্যকর আলোচিত বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামি আসাদুলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
রবিবার রাতে তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। র্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চাঞ্চল্যকর বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামি আসাদুলকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।