চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি ডাকঘর এলাকায় ট্রাকের সাথে থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া গ্রামের আবু বাক্কারের ছেলে হানিফ (৩০) ও একই উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাবুল কুমার নাথের ছেলে জয়দেব সাহা (১৮)।
এ ঘটনায় আহতদের মধ্যে নূরে আলম ও চন্দ্র রানী নাথকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাহিন্দ্রার সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহতরা সকলেই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। ওই মাহিন্দ্রায় চালকসহ ১১ জন ছিলেন।