ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মাগাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাই এর তাণ্ডবে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া, দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে বহু ভবন ধসে পড়েছে, অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত রেডিও জানিয়েছে, রাজধানী আন্তানানারিভো থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দক্ষিণে আমবালাভাও শহরের বিভিন্ন বাড়ি ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বাতাসের বেগে মাদাগাস্কারের পূর্ব উপকূলে আছড়ে পড়ে।
আশঙ্ক্ষা করা হচ্ছে, তিন কোটি জনসংখ্যার দ্বীপটিতে ঘূর্ণিঝড়ের কারণে প্রায় দেড় লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হতে পারে।
দেশটির এক কর্মকর্তা জানান, পূর্ব উপকূলের নোসি ভারিকা শহরের প্রায় ৯৫ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গেছে।
গত ২২ জানুয়ারি ঘূর্ণিঝড় আনা আঘাত হানে। আনার তাণ্ডবে অন্তত ৫৫ জন নিহত ও এক লাখ ত্রিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।
টেলিফোনে রয়টার্সকে আন্তানানারিভো থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণে ফিয়ানারান্তসোয়া শহরের বাসিন্দা নিরিনা রাহাইনগোসোয়া বলেন, ‘আমরা শুধু ধ্বংস দেখছি। উপড়ে পড়া গাছ, পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি, ঝড়ে উড়ে যাওয়া ছাদ, শহরটি পানিতে পুরো ডুবে আছে।
দেশটির সিনেটর ভাইস প্রেসিডেন্ট প্রযুক্তি উপদেষ্টা উয়িলি রাহারিজাওনা জানিয়েছেন, বন্যার কারণে দক্ষিণপূর্বাঞ্চলের কিছু অংশ আশপাশের এলাকাগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে।