ভারতের রাজধানী দিল্লিতে গরুর মাংস বিক্রির গুজব ছড়িয়ে এক অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা করেছে দেশটির কথিত গোরক্ষক বাহিনী। রাজারাম নামের ওই যুবক দিল্লির একটি ফার্মহাউসের কেয়ারটেকার ছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
নিহত যুবকের স্ত্রী জানিয়েছেন, তার স্বামী এক বছরের বেশি সময় ধরে অসুস্থ। তিনি গোমাংস বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন না। তাকে নিয়ে গুজব ছড়ানো হয়েছিল।
খবরে বলা হয়েছে, মূল ঘটনাটি সোমবার রাতের। দিল্লির দ্বারকা এলাকার বাসিন্দা ওই কেয়ারটেকারের উপর হামলা চালায় ১০-১৫ জনের একটি দল। তাকে প্রকাশ্যে পিটিয়ে মারা হয় । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও ওই যুবককে রক্ষা করা যায়নি। কাউকে এখনও গ্রেপ্তারও করা হয়নি।
এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ১০-১৫ জন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, গত প্রায় দু’বছরের বেশি সময় ধরে দ্বারকা অঞ্চলে এক চিকিৎসকের ফার্মহাউসে কেয়ারটেকারের কাজ করতেন রাজারাম। স্ত্রী এবং চার সন্তান নিয়ে মোট ৬ জনের সংসার তার। গুজব ছড়ায় যে, ওই ব্যক্তি ফার্মহাউসের ভিতরেই গো-হত্যা করতেন এবং লুকিয়ে গোমাংস বিক্রি করতেন।
রাজারামের স্ত্রী বলেন, ‘আমার স্বামীর নামে কারা যেন গুজব ছড়াচ্ছিল। ও গত এক বছর ধরে লিভারের সমস্যায় কার্যত শয্যাশায়ী। কেয়ারটেকারের কাজ করে মাসে ৩-৪ হাজার টাকা রোজগার করতেন।’
স্বামীর মৃত্যুতে দিশেহারা ওই মহিলা সঠিক বিচারের দাবি জানিয়েছেন।