রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে ২ কোটি ২০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে ৫ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার সময় উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া গ্রামের কছিমুদ্দিন এন্টার প্রাইজের (রাইস মিল) সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের কলোনী পাড়া গ্রামের মো. টুনু মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৩৫)।
র্যাব-৫ বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর এক অপারেশন দল সোমবার রাত ৮টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কছিমুদ্দিন এন্টার প্রাইজের (রাইস মিল) সামনে হতে মো. মামুন মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২ কোটি ২০ লাখ টাকার ২ কেজি ১৪৫ গ্রাম হেরোইন, সীমকার্ড ও মোবাইল জব্দ করে র্যাব।
তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে মো. মামুন মিয়া দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।