বাগেরহাটের মোরেলগঞ্জে ১ কেজি গাঁজা, ১৮ পিস ইয়বা ও একটি মোটরসাইকেলসহ সিরাজ শেখ (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ১০টার দিকে সেরেস্তাদার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিরাজ বাদুরতলা গ্রামের মো. আলী আকাববর এর ছেলে।
এ সম্পর্কে থানার ওসি (তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, সিরাজ শেখ একজন পেশাদার মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।