ফেনীতে ৪ কেজি গাঁজাসহ মো. আইয়ুব (২০) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক আইয়ুব মিয়ানমারের বুড়িচং জেলার মংডু এলাকার বাসিন্দা। বর্তমানে রোহিঙ্গা শরণার্থী হিসেবে কক্সবাজার জেলার টেকনাফ মুছুনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ১টার দিকে মহাসড়কের ফেনীর বিসিক রাস্তার মোড়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। এ সময় কক্সবাজারগামী একটি বাসে ওঠার চেষ্টাকালে আইয়ুবের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বলেন, আটক রোহিঙ্গা শরনার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।