গরুর মাংস ও মুরগির দাম চড়া

বাজারে বেড়েছে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম। আজ সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস ৭০০ থেকে ৭৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি বেড়ে হয়েছে ১৮০ টাকা।

 

ক্রেতারা বলছেন, আজ পবিত্র শবে বরাত। এদিন মানুষ একটু ভালো খাওয়া-দাওয়া করতে চায়, সবাই কেনাকাটা করে। এজন্য ব্যবসায়ীরা ইচ্ছে করে দাম বাড়িয়ে দিয়েছে। দুই দিন আগেও গরুর মাংস ৬৫০ টাকা কেজিতে এবং ব্রয়লার মুরগি ১৬৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছিল। এখন হঠাৎ দাম বাড়ার কোনো কারণ নেই।

কেন দাম বাড়লো তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি ব্যবসায়ীরাও। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের মাংস ব্যবসায়ী হামিদুর ঢাকা মেইলকে বলেন, ‘মাঝে মাঝে দাম বাড়ে আরকি।’ এসময় পাশ থেকে এক ক্রেতা প্রতিবেদকের উদ্দেশে ফোড়ন কাটলেন, ‘এইটা শবে বরাত স্পেশাল বোধহয়।

 

বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম বেশ সহনীয় পর্যায়ে নেমে এসেছে। আমদানি করা বড় আকৃতির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা কেজিতে। গত সপ্তাহেই এর দাম ছিল ৫০ টাকার ওপরে। বড় রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে, ছোট রসুন ৫০ টাকায়।

 

মোহাম্মদপুরের কৃষি মার্কেট, টাউন হল মার্কেট ও সাদেক খান বাজারে সয়াবিন তেলের দাম স্বাভাবিক রয়েছে। এসব জায়গায় প্রতিকেজি বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটারে। তবে খোলা সয়াবিনের দাম এখনো সামান্য বেশি।

 

বাজারে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৩৮ টাকায়। মাঝারি দানার ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে, ছোলা ৭৮ টাকা কেজিতে। প্যাকেটজাত আটা ও ময়দার দামও স্থিতিশীল আছে। এগুলো যথাক্রমে ৪০ থেকে ৪৫ টাকা এবং ৫৪ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

 

ক্রেতা আতিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘কোনো বিশেষ দিন এলেই কিছু না কিছুর দাম বাড়ে। আজকে শবে বরাত, ভাবলাম মাংস কিনি। এসে দেখি কেজিতে ১০০ টাকা দাম বাড়িয়ে দিয়েছে।

 

এমনই প্রতিক্রিয়া দেখিয়েছেন আরও কয়েকজন ক্রেতা। তাদের একজন বলেন, ‘পেঁয়াজ-সয়াবিনের দাম আস্তে আস্তে কমলো। এখন দেখি মুরগির দাম বেড়ে গেছে। মানে আমাদের কপালে শান্তি নাই।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» র‌্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা

» রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অপমানজনক

» নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নেবে: টুকু

» রাতারগুলের অবকাঠামো উন্নয়নে সরকার পাশে থাকবে: আসিফ নজরুল

» প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন ৪ রাজনীতিবিদকে নিয়ে

» এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» দুর্গাপূজায় আমাদের সর্বোচ্চ সতর্ক ও প্রতিরোধের প্রস্তুতি থাকতে হবে: তারেক রহমান

» পিআর দাবি জনগণের আঙ্খাকার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী

» পূজামণ্ডপের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হোন: নেতা-কর্মীদের মির্জা ফখরুল

» সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গরুর মাংস ও মুরগির দাম চড়া

বাজারে বেড়েছে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম। আজ সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস ৭০০ থেকে ৭৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি বেড়ে হয়েছে ১৮০ টাকা।

 

ক্রেতারা বলছেন, আজ পবিত্র শবে বরাত। এদিন মানুষ একটু ভালো খাওয়া-দাওয়া করতে চায়, সবাই কেনাকাটা করে। এজন্য ব্যবসায়ীরা ইচ্ছে করে দাম বাড়িয়ে দিয়েছে। দুই দিন আগেও গরুর মাংস ৬৫০ টাকা কেজিতে এবং ব্রয়লার মুরগি ১৬৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছিল। এখন হঠাৎ দাম বাড়ার কোনো কারণ নেই।

কেন দাম বাড়লো তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি ব্যবসায়ীরাও। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের মাংস ব্যবসায়ী হামিদুর ঢাকা মেইলকে বলেন, ‘মাঝে মাঝে দাম বাড়ে আরকি।’ এসময় পাশ থেকে এক ক্রেতা প্রতিবেদকের উদ্দেশে ফোড়ন কাটলেন, ‘এইটা শবে বরাত স্পেশাল বোধহয়।

 

বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম বেশ সহনীয় পর্যায়ে নেমে এসেছে। আমদানি করা বড় আকৃতির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা কেজিতে। গত সপ্তাহেই এর দাম ছিল ৫০ টাকার ওপরে। বড় রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে, ছোট রসুন ৫০ টাকায়।

 

মোহাম্মদপুরের কৃষি মার্কেট, টাউন হল মার্কেট ও সাদেক খান বাজারে সয়াবিন তেলের দাম স্বাভাবিক রয়েছে। এসব জায়গায় প্রতিকেজি বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটারে। তবে খোলা সয়াবিনের দাম এখনো সামান্য বেশি।

 

বাজারে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৩৮ টাকায়। মাঝারি দানার ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে, ছোলা ৭৮ টাকা কেজিতে। প্যাকেটজাত আটা ও ময়দার দামও স্থিতিশীল আছে। এগুলো যথাক্রমে ৪০ থেকে ৪৫ টাকা এবং ৫৪ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

 

ক্রেতা আতিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘কোনো বিশেষ দিন এলেই কিছু না কিছুর দাম বাড়ে। আজকে শবে বরাত, ভাবলাম মাংস কিনি। এসে দেখি কেজিতে ১০০ টাকা দাম বাড়িয়ে দিয়েছে।

 

এমনই প্রতিক্রিয়া দেখিয়েছেন আরও কয়েকজন ক্রেতা। তাদের একজন বলেন, ‘পেঁয়াজ-সয়াবিনের দাম আস্তে আস্তে কমলো। এখন দেখি মুরগির দাম বেড়ে গেছে। মানে আমাদের কপালে শান্তি নাই।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com