খুলনায় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে জখম কলেজছাত্র সৈয়দ তাহমিদুন্নবী (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, ওইদিন দুপুর ২টার দিকে দৌলতপুর এলাকায় ওই কলেজছাত্রকে কুপিয়ে জখম করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম তাহমিদুন্নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তাহমিদুন্নবী দৌলতপুর থানাধীন নতুন রাস্তা সাহাপাড়া মোড় এলাকার সৈয়দ তৌহিদুন্নবীর ছেলে। তিনি রায়েরমহল কলেজের শিক্ষার্থী।
নিহতের পরিবার ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নতুন রাস্তা সাহাপাড়া মোড় এলাকার কাঠমিস্ত্রি পলাশ তাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর সেখানে পূর্ব থেকে ওৎপেতে থাকা ৪-৫ জন দুর্বৃত্তরা তাহমিদুন্নবীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় তৌহিদকে দ্রুত উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পায়েল নামে একজনকে আটক করা হয়েছে।