বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২০মার্চ) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় যান মির্জা ফখরুল।
জানা গেছে, রাত ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় যান মির্জা ফখরুল। আর বের হন রাত ১০টার দিকে। এ সময় বিএনপির মহাসচিব খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ নেন। একই সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হয় বলে জানা গেছে।
এর আগে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল। ওইদিন খালেদা জিয়ার হাতে কানাডার একটি সংস্থার দেওয়া মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড তুলে দেন তিনি।