ঝিনাইদহের কোটচাঁদপুরে বালিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ইদ্রিস মিয়া (৭৫) নামের এক বাইসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুন) সকালে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের দুধসরা গ্রামে বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইদ্রিস মিয়া নামের ওই বৃদ্ধের বাড়ি পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের ব্রিজঘাট এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আজ সকালে ইদ্রিস মিয়া বাইসাইকেল নিয়ে জমিতে কাজের জন্য যাচ্ছিলেন। পথে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের দুধসরা গ্রামের বড় মসজিদের সামনে বালিবোঝাই এক ট্রাক্টর তাকে ধাক্কা দেয়।
এতে তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর পরই ট্রাক্টরের ড্রাইভার পালিয়ে গেছে।
এ সড়ক ও পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ঘাতক ট্রাক্টরের ড্রাইভারকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।