পূর্ব বিরোধের জেরে নেত্রকোনার কেন্দুয়ায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এসময় আরও চারজন ছুরিকাঘাতে আহত হয়েছে। আহতদের বয়স ১৩-১৫ বছরের মধ্যে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে চিরাং ইউনিয়নের সাগুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সুমন মিয়া (১৫)। সে চিরাং ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত ইনছান মিয়ার ছেলে ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, চিথলিয়া গ্রামের একটি সমিতি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ওই সমিতির বিরোধকে কেন্দ্র করে গ্রামের কিশোরদের মধ্যেও দুটি পক্ষ হয়। শনিবার রাত ১২টার দিকে পাশের গ্রাম সাগুলিয়ায় ওরস শুরু হয়। ওই অনুষ্ঠানে পাঁচ কিশোর অংশ নেয়। পরে বাগবিতণ্ডার এক পর্যায়ে কিশোরদের মধ্যে ঝগড়া হয়। এসময় তাদের সঙ্গে থাকা ছুরি দিয়ে একে অপরকে আঘাত করে। এতে পাঁচ কিশোর গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নেত্রকোনা নিয়ে যান। রাত ৩টার দিকে নেত্রকোনা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। আর আহত অন্য চারজন ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই কিশোর পক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে সুমন মিয়া নামের এক কিশোর নিহতের খবর পেয়েছি।,