ফাইল ফটো
ময়মনসিংহের ফুলপুরে সেচ মটর দিয়ে কৃষি জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে এনামুল (৩৬) নামে এক কৃষক খুন হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল উপজেলার দনারভিটা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
জানা যায়, প্রথমে জমশেদ নামে এক ব্যক্তি এনামুলকে গালিগালাজ করেন। পরে এনামুল তার ভাইকে নিয়ে গালিগালাজের প্রতিবাদ করলে জমশেদের ছেলে রায়হান দেশীয় অস্ত্র দিয়ে এনামুলের মাথায় কোপ দেন। এতে এনামুল ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে মারা যান।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত এনামুলের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল ও আসামিদের বাড়িঘর তল্লাশি করে রক্তমাখা দা জব্দ করা হয়েছে।