কুমিল্লার বুড়িচং উপজেলার সিন্দুরিয়া তুঁত বাগান এলাকায় ড্রাম ট্রাক চাপায় ৫ জন নিহতের ঘটনায় ঘাতক চালক রাকিবুল হাসান রনি (১৯) গ্রেপ্তার হয়েছে।
শনিবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকা থেকে রাকিবুল হাসান রনিকে গ্রেপ্তার করে র ্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র ্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, রনির ড্রাইভিং লাইসেন্স নেই। তাকে আজ (রোববার) দুপুরে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে। রনির বাড়ী বুড়িচং উপজেলার মিরপুর গ্রামে।
কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন জানান, গত শুক্রবার বুড়িচং সিন্দুরিয়া তুঁত বাগান এলাকায় ড্রাম ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়। ওই ঘটনায় নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক জুলহাসের ছেলে স্বপন বাদী হয়ে বুড়িচং থানায় ওই ট্রাকটির চালক বিরুদ্ধে মামলা দায়ের করেন। আজ (রোববার) তাকে আদালতে প্রেরণ করা হবে।