গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ১২টা দিকে কার্যালয়ের তৃতীয় তলা ভবনের সিঁড়ি কোঠার একটি ঘরে পুরনো বস্তা ও কাগজপত্রে আগুন লাগে। উপজেলা ফায়ার সার্ভিসের এক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার শামীম আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুনের সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।