সিলেটের কানাইঘাটে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকালে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম ফরিদ উদ্দিন। তিনি স্থানীয় খাসাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, গ্রামের এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কতিপয় দুর্বৃত্তরা ফরিদকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা আরও জানায়, নিহত ফরিদ মোটরসাইকেলে বিকাল সাড়ে ৪টার দিকে তার ভায়রাভাই শাহীন আহমদকে নিয়ে স্থানীয় মমতাজগঞ্জ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। বড়খেওড় এফআইভিডিবি স্কুলের সামনে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত ফরিদ উদ্দিনের গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ফরিদ। এসময় দুর্বৃত্তদের হামলায় ফরিদ উদ্দিনের সঙ্গে থাকা তার ভায়রাভাই শাহীন আহমদও আহত হন।
এদিকে নিহতের স্বজনরা জানান, ফরিদ উদ্দিন তার ফেসবুক আইডিতে জনৈক এনাম খান নামে এক ব্যক্তি তাকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিলেন। যা গত কয়েকদিন ফরিদ তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে আসছিলেন। এই হুমকির জের ধরে ফরিদকে হত্যা করা হতে পারে।
হত্যার ঘটনার সঙ্গে কারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তাজুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘ঘটনার পর আমাদের অফিসাররা মাঠে কাজ করছেন। আশা করছি দ্রূতই অপরাধীরা গ্রেপ্তার হবে।
মামলা হয়েছে কিনা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এই ঘটনায় পরিবারটি এখনো মামলা করেনি, তবে প্রক্রিয়াধীন রয়েছে।,