চলমান কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত মেসির আর্জেন্টিনা। দোহার আল বিদা পার্কে বড় পর্দায় খেলা দেখতে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০ লাখ বিদেশি পর্যটক ও অভিবাসীরা সরাসরি খেলা দেখতে অংশগ্রহণ করেছেন। এতে বাদ পড়েনি প্রবাসী বাংলাদেশিরাও।
কাতার বিশ্বকাপে নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পায় শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা। ৭৭ মিনিটে ১ গোল শোধ করে অস্ট্রেলিয়া।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে আল বিদা পার্কে বড় পর্দায় খেলা দেখতে হাজার হাজার ফুটবলপ্রেমীরা প্রিয় দলকে সমর্থন জানিয়ে সবাই এক মঞ্চে জড়ো হয়েছিল। প্রসঙ্গত, এবার বিশ্বকাপ ৩২ দলের অংশগ্রহণে ৮ টি ভ্যানুতে অনুষ্ঠিত হচ্ছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্টিনা জয় লাভ করায় আনন্দ উল্লাসে মেঠে উঠেন সর্মথকরা।