ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউপির গোপীনাথপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মো. শফিক জেলার কসবা উপজেলার শাহাপুর (রাজাপুর) এলাকার মোর্তুজ আলীর ছেলে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রোববার সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপীনাথপুর ইউপির গোপীনাথপুর বাজারের দক্ষিণ পাশে মা-বাবার অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা সাদা প্লাস্টিকের বস্তা তল্লাসী করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।