কল্যাণপুর থেকে ৭০০ গ্রাম হেরোইনসহ আল-আমীন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৭০ লাখ টাকা।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে র্যাব-২-এর এএসপি মো. ফজলুল হক এতথ্য জানান।
এএসপি ফজলুল হক জানান, রোববার (৩০ জানুয়ারি) দুপুরে কল্যাণপুর এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় আল-আমীন নামের ওই ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তার কাছে থাকা শপিংব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো একটি প্যাকেট থেকে ৭০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা।
তিনি আরো জানান, জব্দকৃত হেরোইন বিক্রির জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আনা হয়েছিল।