বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ ২০০ কর্মহীন মালয়েশিয়া প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছে। লকডাউনের ফলে যেসব প্রবাসী চাকরি হারিয়েছেন তাদের কাজের সুযোগ করে দেবে শিল্পগ্রুপটি।
মানবিকতার কথা চিন্তা করে করোনায় চাকরিহারা ২০০টি পরিবারের মুখে স্থায়ীভাবে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চাকরিপ্রত্যাশীদের প্রাণ-এর মালয়েশিয়া অফিসে অথবা +৬০১৬২২৭০৯৫৬ (মারুফ রহমান, এইচআর), +৬০১৬২২৭১৪৯৩ (রবিউল ইসলাম, প্রডাক্ট ম্যানেজার) যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগ্যতা ও শর্তাবলি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/সমমান
স্থান: মালয়েশিয়া
*মালয় ভাষা জানাদের অগ্রাধিকার
*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে
*বয়স সর্বোচ্চ ৩৫ বছর
বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা
*মাসিক বেতন
*যাতায়াত ভাতা
*বিক্রয়ের ওপর আকর্ষণীয় কমিশন
*পণ্য বিক্রির ওপর ইনসেটিভ (প্রোগ্রাম অনুযায়ী)
*পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ
স্থায়ী কর্মীদের কোম্পানির নিয়মানুযায়ী ভিসার ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে প্রাণ-এর সংশ্লিষ্টরা জানিয়েছেন।সূএ:জাগোনিউজ২৪.কম